Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা কৃষি অফিসারের কার্যালয়,সখিপুর,টাঙ্গাইল এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম।


এক নজরে সখিপুর উপজেলা

                                                                                             ভুমিকা ঃ


পাহাড়, বাইদ, গজারি বন আর লাল মাটির নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের লীলা ভূমি সখিপুর। ৯৩% মধুপুর গড় অঞ্চল ও ৭% পুরাতন ব্রহ্মপুত্র পলল ভূমির সমন্বয়েই এই সখিপুর।কবির ভাষায়,


                                                             “আকাশ আড়াল করা সারি সারি গজারি বন

                                                                ভিতর দিয়ে সরু সরু পথ

                                                                ফাঁকে ফাঁকে একটু আধটু আবাদী জমি

                                                                 মাঝে মাঝে হালকা বসত।”


সখিপুর উপজেলার প্রধান প্রধান ফসল হল ধান, গম,পাট, লেবু, সরিষা ও আলু। রবি/২০২২-২৩ইং মৌসুমে অত্র উপজেলায়  ১৬৮২৫  হেক্টর জমিতে বোরো ধান, ২৪৯০ হেক্টর সরিষা, ১০৮ হেক্টর ভুট্টা, ১২৬০হে:জমিতে শাকসবজি  ও অন্যান্য ফসল আবাদ  হয়েছে । এছাড়া বর্তমানে  সরিষা ও ভূট্টার আবাদ  বিগতবছরের তুলনায়  বৃদ্ধি পেয়েছে   এর চাষ সম্প্রসারিত হচ্ছে। খরিপ-১/ ২০২২-২৩ মৌসুমে আউশ ১৬৫হেক্টর, ১৪০ হেক্টর পাট, ১০৫০হেক্টর সবজি, । খরিফ-২/২০২২-২০২৩ মৌসুমে   ১৫৭২০  হেক্টর জমিতে রোপা আমন,   অত্র উপজেলার  প্রায় ৭০ হেক্টর জমিতে মাল্টা চাষ হয়। এখানকার কৃষকরা প্রথাগত চাষাবাদ বাদ দিয়ে তার জমিতে  পরিবর্তন এনে নিজের অর্থনৈতিক, সামাজিক এবং পারিবারিক অবস্থানের  উন্নতি সাধন করতে সক্ষম হয়েছেন। অত্র উপজেলায় শস্যের নিবিড়তা  ১৯১%। সঠিক পরিকল্পনা প্রণয়ন ও তা যথাযথভাবে বাস্তবায়ন করতে পারলে শস্য নিবিড়তা আরো বৃদ্ধি পাবে এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণ উপজেলা হিসেবে সমৃদ্ধি লাভ করবে।



সখিপুর  উপজেলা মাঠ ফসল উৎপাদনে  উদ্বৃত্ত এলাকা। আসন্ন রবি মৌসুমে  ধান,  গম, সরিষা , ডাল জাতীয় ও সব্জি চাষাবাদের ব্যাপক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। লক্ষ্যমাত্রা অর্জনের জন্য  তিন মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধির কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল গ্রহন করা হয়েছে। উক্ত পরিকল্পনা অনুযায়ী স¤প্রসারণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে কৃষি স¤প্রসারণ বিভাগের সকল স্তরের কৃষিবিদ ও ডিপ্লোমা কৃষিবিদগণ এই উপজেলায় কৃষকদের মাঝে আধুনিক প্রযুক্তি বিস্তারে নিরলস ভাবে সেবা দিয়ে যাচ্ছেন।  ফলে সকল শ্রেনীর কৃষকদের অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র বিমোচনÑ এ প্রভুত অবদান রাখবে বলে আমরা আশাবাদী।